ক্রিকেটে অঙ্গনে সবচেয়ে জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ ধরা হয় আইপিএলকে। জনপ্রিয়তা-অর্থের ঝনঝনানিতে ভারতীয় লিগের ধারেকাছেও নেই অন্যান্য লিগগুলো। আসন্ন এই টুর্নামেন্ট শুরুর চূড়ান্ত তারিখ প্রকাশ করেছে চেয়ারম্যান অরুণ ধুমাল।
আগামী ২২ মার্চ শুরু হবে ১৭তম আইপিএল মহাযজ্ঞ। ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন লিগটির চেয়ারম্যান অরুণ ধুমাল। তাছাড়া আসন্ন আইপিএল ভারতে না কি বিদেশে অনুষ্ঠিত হবে, সেটাও পরিষ্কার করেছেন এই ক্রিকেট প্রশাসক। অরুণ ধুমাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের মাটিতেই গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটি।
ধুমাল আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করা হবে। আইপিএলের বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হবে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর।
আইপিএলের ইতিহাসে ২০০৯ সালে পুরো টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়া ২০১৪ সালে প্রথম পর্বের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল লোকসভা নির্বাচনের কারণে।