মুঙ্গলবাল(২০ ফেব্রুয়ারি) আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের উদ্দোগে অনুষ্ঠীত হয়েছে ২ দিন ব্যাপি বই মেলা।
এই মেলার শুভো উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা ১ আসনের এমপি জনাব সোলাইমান হক জোয়াদ্দার (সেলুন)।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার জনাবা স্নিগ্ধা দাস।
এই মেলায় একাধিত বইয়ের দোকানের পাশাপাশি কিছু পিঠার দোকানো দেখা যায়।
মেলাটি আলমডাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠীত হয়েছে।