যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলনের (অর্ধনমিত) মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করে।
আইসিএসবির কাউন্সিল সদস্য, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটির সদস্য, ফেলো ও এসোসিয়েট সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তারা ব্যানার ও পুষ্পস্তবক সহ আইসিএসবির ক্যাম্পাস থেকে প্রভাত ফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট একেএম মুশফিকুর রহমান, ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সচিব মো. জাকির হোসেন প্রমুখ।