কোহলির ছেলেকে শচীনের অভিনন্দন বার্তা

কোহলির ছেলেকে শচীনের অভিনন্দন বার্তা

দিতীয় সন্তানের বাবা হয়েছেন বিরাট কোহলি। কিংবদন্তি এই ক্রিকেটারের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। তার নাম রাখা হয়েছে অকায়। গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানান কোহলি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রশংসা ও অভিনন্দনে ভাসছেন কোহলি-আনুশকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে সন্তানের আগমনের বিষয়ে পোস্ট করেন কোহলি। কোহলির পরিবারের নতুন সন্তানকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকার। নিজের এক্স অ্যাকাউন্টে কোহলির পোস্ট রিশেয়ার দিয়ে শুভেচ্ছা বার্তা লেখেন শচীন। এক্সে শচীন বলেন, ‘অকায়ের আগমনে বিরাট ও আনুশকাকে অভিনন্দন। তাদের পরিবারে অত্যন্ত সুন্দর ও দামি একজন সদস্য যুক্ত হয়েছে।
নামের মতোই সে ঔজ্জ্বল্য ছড়াক ঘরজুড়ে। আশা করি, সে তোমাদের পৃথিবীটাকে অশেষ আনন্দ ও খুশিতে ভরিয়ে দেবে।’

সন্তানদের নাম রাখার ক্ষেত্রে বরাবরই নিজেদের স্বতন্ত্র প্রমাণ করেছেন কোহলি ও আনুশকা। গতানুগতিকতার বাইরে গিয়ে মেয়ের নাম রেখেছিলেন ভামিকা। যার অর্থ হলো দুর্গা দেবী। জানা গেছে, ‘অকায়’ শব্দের একটি অর্থ পরমাত্মা। অর্থাৎ, শরীরের চেয়েও বেশিকিছু। বলা চলে, নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় সন্তানের এমন নাম রাখা। তবে, এর আরও অর্থ রয়েছে। অকায় একটি তুর্কি শব্দ। তুর্কি ভাষায় অকায় শব্দের মানে হলো ‘উজ্জ্বল চাঁদ।’