শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই দেশজুড়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষ। এ বিষয়ে এনটিভির জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুসারে একটি ডেস্ক রিপোর্ট-
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি পালনে একুশের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। পরে পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। এরপর গার্ড অব অর্নার প্রদান শেষে জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভাষা শহীদ ও প্রয়াত ভাষা সৈনিকদের আত্মার শান্তি কামনা করে জেলার সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল, মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হচ্ছে। এছাড়া বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেহেরপুর
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি.. ভাষার জন্য রক্ত দেওয়ার সে ঋণ কোনো দিন ভুলবার নয়। একুশের প্রথম প্রহরে সেই সকল ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে মেহেপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে মানুষের।
রাত ১১টার পর থেকেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য পার্কে জড়ো হয় রাজনৈতিক, সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির পক্ষে একুশের প্রথম প্রহরে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক।
তারপরই জেলা প্রশাসক মো. শামীম হাসান , পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, মেহেরপুর প্রেসক্লাব, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবমহিলা লীগ, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর জেলা সমবায় অফিস, এলজিইডি মেহেরপুর, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
মাগুরা
মাগুরায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল নামে। ভাষা শহীদদের প্রতি নিবেদন করা হয় ফুলেল শ্রদ্ধা।
রাত বারোটা এক মিনিটে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
খুলনা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে খুলনায় শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক প্রথম পুস্প্যস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন ও মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে।
এরপর খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সামাজিক-সাস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শিশুদের নিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।
শেরপুর
শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনটি পালন শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শেরপুর জেলা শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
একুশের প্রথম প্রহরে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন স্বতন্ত্র সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোনালিসা বেগম পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জেলার অন্য উপজেলাগুলোতেও একইভাবে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
নেত্রকোনা
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২টা ১ মিনিটে নেত্রকোনা পৌরসভার আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমূখ।
এছাড়াও জেলা প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
ময়মনসিংহ
ময়মনসিংহে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান। পরে ময়মনসিংহ জেলা পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, রেঞ্জ পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া প্রভাতফেরি ও আলোচনা সভা হ নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।
সুনামগঞ্জ
একুশের প্রথম প্রহর ১২টা এক মিনিটে বৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সুনামগঞ্জে মঙ্গলবার সাড়ে ১১টার দিকে বছরের শুরুতেই মুশলধারে বৃষ্টিপাত শুরু হয়। প্রথম প্রহরে বৃষ্টি না থামায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টি উপেক্ষা করেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এর পর সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ শ্রদ্ধা জানান।
প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথমে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও অঙ্গ সংগঠন শ্রদ্ধা জানান। এরপর সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল শহদী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশের প্রথম প্রহরে বৃষ্টি উপেক্ষা করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।
বগুড়া
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, আওয়ামী লীগ এবং বিএনপিসহ বিভিন্ন পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও সকালে জেলা বিএনপি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।