ভাষাসৈনিকদের নামে সড়ক: নামফলক জরাজীর্ণ, পোস্টারে ঢাকা জীবনী

ভাষাসৈনিকদের নামে সড়ক: নামফলক জরাজীর্ণ, পোস্টারে ঢাকা জীবনী

ভাষা আন্দোলন ও ভাষাসৈনিকদের স্মৃতি স্মরণীয় করে রাখতে রাজধানীর ১১টি সড়ক ভাষাসৈনিকদের নামে নামকরণ করেছিল অভিভক্ত ঢাকা সিটি করপোরেশন। কীর্তিমান সেই ভাষাসৈনিকদের সড়কের নামফলক এখন জরাজীর্ণ। কয়েকটি নামফলক ভেঙে রয়েছে। সাদা মার্বেলের ওপর লেখা ভাষাসৈনিকদের জীবনবৃত্তান্ত মুছে গেছে। তার ওপর সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। কিন্তু এসব নামফলক সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না সিটি করপোরেশন।
ভাষাসৈনিকদের নামে করা এই ১১টি সড়কের মধ্যে ১০টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ধানমন্ডি এলাকায়। একটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর-১ নম্বরে। যদিও প্রতি বছরের মতো এবারও অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নির্বিঘ্ন করতে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে ডিএসসিসি। কিন্তু তারা কেন ওই সড়কগুলোর নামফলক সংস্কার করছে না, তার সঠিক জবাব পাওয়া যায়নি।