বগুড়ায় ১০ দিনব্যাপী বই মেলা শুরু

বগুড়ায় ১০ দিনব্যাপী বই মেলা শুরু

বগুড়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী অমর একুশে বই মেলা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের শহীদ খোকন পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এবারে মেলায় ৪৫টি স্টল বসানো হয়েছে। এছাড়া মেলা উপলক্ষে প্রতিদিন শহীদ খোকন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি ও প্রবন্ধিক বজলুর করিম বাহার, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহামুদুল আলম নয়ন।