আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ পর্দা নামছে মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের। 
বাণিজ্য মেলার আয়োজক সূত্র তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এর আগে, বিকেল ৪টায় মেলা প্রাঙ্গণের দ্বিতীয় তলায় এক সমাপনী অনুষ্ঠিত হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা এতে অংশ নেবেন। সমাপনী অনুষ্ঠানে মেলায় কেনাকাটাসহ বিস্তারিত তথ্য জানানো হবে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে ২১ জানুয়ারি। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। তৃতীয়বারের আয়োজনে তারিখ পেছানোসহ নানা প্রতিকূলতার কারণে ব্যবসায়ীরা মেলার সময় তিনদিন বাড়ানোর দাবি করেছিলেন। তবে আয়োজকরা সে দাবিতে সাড়া দেননি।