উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে গাড়ি উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, কিমকে রাশিয়ার তৈরি একটি গাড়ি উপহার দিয়েছেন পুতিন। সাম্প্রতিক সময়ে পর্যটন থেকে প্রতিরক্ষা সব খাতেই দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য তাকে রাশিয়ার তৈরি একটি গাড়ি উপহার দিয়েছেন পুতিন। এদিকে কিমের বোন ইয়ো জং বলছেন, এই উপহার দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বিশেষ ব্যক্তিগত সম্পর্কের নির্দশন। তবে ওই গাড়িটির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।