গাজীপুরের সড়কে ট্রাক-অটোরিকশা সংর্ঘষে নিহত ৩

গাজীপুরের সড়কে ট্রাক-অটোরিকশা সংর্ঘষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে তিনজনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহদাত হোসেন জানান।

নিহতরা হলেন- উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), আব্বাস জোয়াদ্দারের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান টালাবহ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)। তারা তিনজনই ছিলেন র্নিমাণ শ্রমিক।
 

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, কয়েকজন নির্মাণ শ্রমিক ভোরে বোডঘর এলাকা থেকে অটোরিকশায় করে কাজে বের হন। তাদের অটোরিকশা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেইন দিয়ে উল্টোপথে আসছিল।

আর চন্দ্রা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি মূল মহাসড়ক ব্যবহার না করে সার্ভিস সড়ক দিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিল। সূত্রাপুর এলাকায় দুই বাহনের মুখোমুখি সংর্ঘষ হলে পাঁচজন আহত হন।