দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডের ৬৭ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে মিলের ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র এ উদ্বোধন করেন। এর আগে মিলের ক্যান ক্যরিয়ার প্রাঙ্গনে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিলের বাণিজ্যিক কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো.মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, জামালপুর ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপির আহ্বায়ক মনজুরুল ইসলাম, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, জিবাচিক ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ দলিলুর রহমান, প্রমূখ।
জানা গেছে, মিলটি গত ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৪১ দিনে ৪৫ হাজার টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করে ২ হাজার ৭১৭টন। চলতি ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৭০ দিনে ৬০ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে মিলটির কর্তৃপক্ষ।