আন্তর্জাতিক সংবাদ

জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। আগামী ২৪ নভেম্বর এই পদযাত্রা কর্মসূচি পালন করবে তার দল।


জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

বুধবার আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন।তবে তিনি কমিটির নাম প্রকাশ করতে রাজি হননি।

এর কারণ জানিয়ে ইমরান খান বলেন, আমি নাম দেব না কারণ তখন তাদের গ্রেফতার করা হবে।খবর জিও নিউজ উর্দূর। 

ফয়সাল চৌধুরী বলেন, ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ। পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না।

 

ফয়সাল চৌধুরীর মতে, এটি প্রতিবাদের চূড়ান্ত ডাক, আমাদের দাবি ২৬ তম সংশোধনী প্রত্যাহার এবং আমাদের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া উচিত।বিনা বিচারে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।

ফয়সাল চৌধুরী বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন, পিটিআইয়ের পুরো নেতৃত্ব প্রতিবাদে বেরিয়ে আসবে এবং দলের সবাই জানে কাকে কী করতে হবে।তবে বিক্ষোভ শেষ করার এখতিয়ার একটি কমিটির হাতে থাকবে ।

অন্যদিকে ইমরান খানের বোন আলিমা খান বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চূড়ান্ত ডাক দিয়েছেন এবং প্রত্যেক কর্মীকে উদ্দেশ্য করে বলেছেন, পুরো পাকিস্তান থেকে বেরিয়ে আসতে হবে।