সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় দেবগন বলেন, ‘রণবীর সারাদিন সেটে বাজে বকে যেত, আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো, আর সেটেই সেই পরনিন্দা-পরচর্চার ঝুলি খুলে বসে।’
অজয়ের কথায় সায় দেন পরিচালক রোহিত শেট্টিও। তিনি জানালেন, ‘সিংহম এগেইন’-এর সেটে কলাকুশলী থেকে শিল্পী, সবাই একেবারে ভালো সময় কাটিয়েছেন।’
সেটে কোনো ঝামেলা হয়েছে কিনা- প্রশ্ন করা হলে রোহিতের ভাষ্য, ‘অনেক তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়। কারণ সবাই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে, ওহ আমি তো স্টার।’