মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসব অস্ত্রাগারে বিভিন্ন ধরনের অস্ত্র মজুত রেখেছিল হুথিরা। যেগুলো ওই অঞ্চলে বেসামরিক ও সামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে ব্যবহার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।
তিন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা হামলার পরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লোহিত সাগর এবং এডেন উপসাগরে সামরিক ও বেসামরিক জাহাজগুলোর ওপর হামলা চালাতে যেসব প্রচলিত অস্ত্র ব্যবহার করতো হুথিরা, সেগুলো এসব গুদামে রাখা হতো।
তিনি জানান, এই অঞ্চলে মার্কিন ও আন্তর্জাতিক জাহাজে এক বছরেরও বেশি সময় ধরে হামলা চালানোর পরে হুথিদের ক্ষমতাকে ‘আরও অবনমিত’ করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার অনুমোদন দেন।
এদিকে, এই হামলায় বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করেছে মার্কিন বিমান বাহিনী। ইয়েমেনে প্রথমবার হুথিদের বিদ্রোহী বিরুদ্ধে ভয়ঙ্কর এই যুদ্ধবিমান ব্যবহার করে মার্কিন বাহিনী।
বি-২ স্টিলথ বোমারু বিমান আসলে কী?
বি-২ স্পিরিট বা বি-২ স্টিলথ বোমারু বিমান একটি বহুমুখী বোমারু বিমান, যা প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র উভয়ই বহন করতে সক্ষম।
এটিকে বলা হয় আমেরিকার সবচেয়ে বিপজ্জনক স্টিলথ বোমারু বিমান। এটি সাধারণ ফাইটার জেটের চেয়ে অনেক বেশি পরিমাণ বোমা বহন করতে সক্ষম। এটি বিশ্বের যেকোনও স্থানে দুর্ভেদ্য ও সুরক্ষিত জায়গায় স্বল্প সময়ের মধ্যে প্রাণঘাতী হামলা চালাতে পারে।
আন্তঃমহাদেশীয় সক্ষমতার এই বোমারু বিমানটি পুনরায় জ্বালানি ভরানো ছাড়াই ১১ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। আর একবার মাঝ আকাশে জ্বালানি ভরলে এটি প্রায় ১৯ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।
চার ইঞ্জিন বিশিষ্ট এই বোমারু বিমানটি ১৮,১৪৪ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এটি ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে। এটি চালাতে প্রয়োজন হয় দু’জন পাইলট।
ইরানকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র
ইয়েমেনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে হুথিদের প্রধান সুবিধাভোগী ইরানকে পরোক্ষভাবে বার্তা দিল যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েলের’ প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, “নাতাঞ্জ বা ফোর্ডোর মতো শক্ত ইরানের পারমাণবিক স্থাপনায় যেকোনও আমেরিকান হামলায় এই বি-২ বোমারু বিমান ব্যবহার করা হতে পারে। কারণ এটি সবচেয়ে ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার বোমা বহনকারী বিমান হিসেবে পরিচিত। যাকে বলা হয়, ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর’।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, “আমাদের প্রতিপক্ষরা নাগালের বাইরে রাখতে চায় এমন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতার এটি (বি-২) একটি অনন্য প্রদর্শনী, যতই গভীরে মাটির নিচে চাপা দেওয়া হোক কিংবা সুরক্ষিত করা হোক না কেন। ইউএস এয়ার ফোর্সের বি-২ স্পিরিট দূর-পাল্লার স্টিলথ বোমারু বিমান সেসব লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলার সক্ষমতা রয়েছে। সেটা যেকোনও সময়, যেকোনও স্থানে প্রয়োজন হোক না কেন।” সূত্র: এয়ার ফোর্স, ব্রিটানিকা, আল-জাজিরা, সিএনএন, টাইমস অব ইসরায়েল