সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের গেট ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশে প্রবেশ করা দুই মদ্যপ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভোমরা সীমান্তে তাদের আটক করা হয় এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল এবং একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তারা ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে মধ্যরাতে ভারতীয় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিজিবি তাদের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।