চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আমি কোনো মিডিয়াকে বন্ধ করার মোটেও পক্ষপাতী না। আমি সব মিডিয়াতে গেছি, প্রত্যেককে চিনি।’
সোমবার (১২ আগস্ট) ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা রোববার (১১ আগস্ট) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিস করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। টকশোতে চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ ডোবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।
এ প্রসঙ্গে সোমবার সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি কালকে একটা কথা বলেছি। সেজন্য অত্যন্ত দুঃখিত। আমি রাগের মাথায় বলেছি যে আমার চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেব। এটা আমার কাজ না। ভবিষ্যতে আমি আশা করি আমরা থাকি না থাকি যারা পলিটিক্স করবেন, তারা যদি এটা করেন (মিডিয়া বন্ধ করা) আপনারা (সাংবাদিক) স্ট্রাইকে চলে যাবেন। কী আছে, একমাস না খেয়ে থাকলে, মরে তো যাবেন না। আমি কোনো মিডিয়াকে বন্ধ করার মোটেও পক্ষপাতী না। আমি সব মিডিয়াতে গেছি, প্রত্যেককে চিনি