ভারতে ধর্ষণের শিকার হয়েছে তিন বছরের একটি শিশু। এ ঘটনায় অভিযুক্ত স্কুলভ্যান চালককে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৯ আগস্ট) ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় ঘটেছে এই ঘটনা। খবর পিটিআই’র।
পুলিশ সুপারিনটেনডেন্ট (শহর ও গ্রামীণ) রিশাভা গার্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শনিবার ভুক্তভোগীর মা এফআইআর দায়ের করার তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত জয়শ্রী তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশের একটি বিশেষ দল। তিনি ম্যাংগো থানার আওতাধীন দাইগুট্টু এলাকার বাসিন্দা।
জানা যায়, গত শুক্রবার স্কুল থেকে বাসায় ফিরে শিশুটি জানায় তার পেটব্যথা করছে। এসময় কী হয়েছে জানতে চাইলে সে স্কুলভ্যান চালকের বর্বরোচিত কাজের কথা জানায়।
এসপি জানিয়েছেন, নির্যাতিতা নার্সারি শিক্ষার্থীর মেডিকেল চেকআপ করা হয়েছে। অভিযুক্ত স্কুলভ্যান চালককে রোববার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।