জর্জিয়ায় মিষ্টি বিতরণ শেখ হাসিনার পতনে

জর্জিয়ায় মিষ্টি বিতরণ শেখ হাসিনার পতনে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্রজনতার তোপের মুখে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এই খুশিতে আনন্দ সমাবেশ করছে যুক্তরাষ্ট্রের ছাত্র-জনতা। এ সময় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় বিসমিল্লাহ সুপার মার্কেটের সামনে বিএনপি সদস্যরা এ আনন্দ সমাবেশ ও মিষ্টি বিতরণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন শরীফ

অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনার দুঃশাসনের বিভিন্ন ফিরিস্তি তুলে ধরেন। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের ভূয়সী প্রশংসা করা হয়। স্বৈরশাসক হাসিনা সরকারের সতীর্থ দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে বলা হয়

সমাবেশে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদদের আত্মার মাগফেরাত কমনা করে বিশেষ মোনাজাত ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

অন্যদিকে জর্জিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা একই দিনে সন্ধ্যা ছয়টায় স্থানীয় আল ফালাহ গ্রোসারি স্টোর ও রেস্টুরেন্টে বাংলাদেশি স্টুডেন্ড অব জর্জিয়ার সভাপতি মন রহমান ও রায়হান আহমদের রাহীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।