ভারতের বিমানঘাঁটি ছেড়েছে হাসিনাকে নিয়ে যাওয়া প্লেনটি

ভারতের বিমানঘাঁটি ছেড়েছে হাসিনাকে নিয়ে যাওয়া প্লেনটি

ভারতের গজিয়াবাদ বিমানঘাঁটি থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্লেন। ধারণা করা হচ্ছে, প্লেনটিতে শেখ হাসিনা রয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন প্লেন আজ সকাল ৯টার দিকে হিন্দন বিমানঘাঁটি থেকে যাত্রা করে এবং পরবর্তী গন্তব্যের দিকে অগ্রসর হয়। প্লেনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো

প্লেনে বাংলাদেশ ছেড়ে পালানো পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন কি না, তা উল্লেখ করেনি এএনআই। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, প্লেনটি শেখ হাসিনাকে নিয়েই রওয়ানা দিয়েছে

এই একই প্লেনে চড়ে সোমবার বিকেলে উত্তর প্রদেশের গজিয়াবাদ বিমানঘাঁটিতে পৌঁছেছিলেন শেখ হাসিনা