টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে নেপালকে।
প্রথমার্ধে বাংলাদেশ ২৪-১০ পয়েন্টে এগিয়েছিল। শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে আবদুল জলিলের দল নেপালকে কোনঠাস করে রাখে। আগের দিন সেমিফাইনালে কেনিয়াকে টাইব্রেকারে হারানো নেপাল বাংলাদেশের সামনে প্রতিরোধ গড়তে পারেনি।
কেনিয়ার বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয়ার্ধে যেভাবে বুক চিতিয়ে ঘুরে দাঁড়িয়েছিল নেপালের খেলোয়াড়রা, ফাইনালে সেটা দেখা যায়নি। অন্যদিকে বাংলাদেশ টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে খেলেছে সেই ছন্দ ধরে রেখে ফাইনালে খেলেই সহজ জয় নিয়ে কোর্ট ছেড়েছে।
টানা চার আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং তাও অপরাজিত থেকে। ক্রীড়ার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা চারবার শিরোপা জেতেনি বাংলাদেশ। চারটি টুর্নামেন্ট মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত থেকেছে বাংলাদেশের রেইডাররা।