ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটিতে আজ শনিবার (২৫ মে) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দেশটির ১৮তম লোকসভা নির্বাচনে গত ১৯ এপ্রিল থেকে সাত দফার ভোট শুরু হয়। আজ ষষ্ঠ দফায় দিল্লি, হরিয়ানা, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে দিল্লির সাতটি লোকসভা আসনেই আজ ভোট হচ্ছে।
ষষ্ঠ দফায় হরিয়ানার ১০টি আসন, বিহারের আটটি, ঝাড়খণ্ডের চারটি আসন, উড়িষ্যায় ছয়টি আসন, উত্তর প্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের আটটি, দিল্লির সাতটি ও জম্মু-কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে।
এই দফার ভোটে মনোজ তেওয়ারি, মনোহর হুড্ডা, কানাইয়া কুমার, সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা দেব ও অভিনেত্রী জুন মালিয়াসহ মোট ৮৮৯ জন প্রার্থীর ভাগ্য র্নিধারণ হবে।
ষষ্ঠ দফার মধ্যদিয়ে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬টির ভোটগ্রহণ সম্পন্ন হবে। শেষ দফায় আগামী ১ জুন ভোট হবে ৫৭ সংসদীয় আসনে।