অসুস্থ মাকে হাসপাতালে রেখে মাঠ মাতাচ্ছেন গুরবাজ

অসুস্থ মাকে হাসপাতালে রেখে মাঠ মাতাচ্ছেন গুরবাজ

মাঅসুস্থ। তাই চলতি আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু, আইপিএলের শেষ প্রান্তে যখন এসে গুরবাজকে প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের তখন তিনি তা না করতে পারেননি। কলকাতার ডাকে সাড়া দিয়ে আবারও আইপিএলে ফিরেছেন এই আফগান তারকা। অসুস্থ মাকে হাসপাতালে রেখেই আইপিএলের মাঠ মাতাচ্ছেন এই ওপেনার।

কলকাতা নাইট রাইডার্সকে অবশ্য নিজের আরেকটি পরিবার বলে মানে গুরবাজ। তাই, পরিবারের দরকারে ফিরে এসেছেন। ওপেনার ফিল সল্ট যখন নিজ দেশে ফিরে গেছেন তখন গুরবাজ ভেবেছেন এবার কেকেআরকে তার কিছু দেওয়ার পালা। যেই কথা সেই কাজ।

আগের ম্যাচে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নামা হয়নি তার। সুযোগ মেলে কোয়ালিফায়ারের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। ম্যাচটিতে কলকাতার হয়ে ওপেন করতে নেমে শুরুর ভিতটা গড়ে দেন আফগান ওপেনার। তার ১৪ বলে ২৩ রানের ছোট্ট এই ইনিংস ভূমিকা রাখে কলকতার জয়ে। ৮ উইকেটের বিশাল জয় কলকাতা পৌঁছে যায় ফাইনালে।

আর দলকে ফাইনালে নিয়ে সংবাদমাধ্যমে হাজির হন গুরবাজ। জানান, কতটা লড়াইয়ের মধ্যে যাচ্ছে তার পরিবার। তবুও কেকেআরকে যে জেতাতে পেরেছেন তাতেই খুশি এই আফগান ক্রিকেটার।

গুরবাজ বললেন, 'আমার মা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি। কিন্তু ফিল সল্ট ছেড়ে যাওয়ার পর আমি জানতাম, যে কেকেআর পরিবারের আমাকে যথেষ্ট দরকার পড়বে। সে কারণে আমি আফগানিস্তান থেকে ফিরে এসেছি। আমার মা আমার জন্য যথেষ্ট খুশি।'

এর আগে কলকাতার জার্সিতে খেলার সুযোগ না পাওয়া নিয়েও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, বিষয়টি তাকে হতাশ করেনি মোটেও। তার কথায়, ‘ক্রিকেটার হিসেবে আপনার জানা উচিত যে, কী করা দরকার। প্রথম একাদশে মাত্র চারজন (বিদেশি) খেলতে পারে। সেটা সবসময় মাথায় রেখে চলতে হবে। সেই পরিস্থিতিতে সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দিতে হতে পারে। আর সুযোগ না পেলেও নিজেকে প্রস্তুত রাখতে হবে। যখনই সুযোগ পাবে, তখনই নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হবে।’