যেভাবে 'ফিজ' উপাধি পেলেন, জানালেন মুস্তাফিজ

যেভাবে 'ফিজ' উপাধি পেলেন, জানালেন মুস্তাফিজ

২০১৬ সালে প্রথমবারের মত সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএল খেলতে গিয়ে বল হাতে রীতিমত ঝড় তোলেন পেসার মুস্তাফিজুর রহমান। আর তখনই ‘দ্য ফিজ’ নামটা নিয়ে আলোড়নের শুরু। অনেকেই মনে করেন, এটা গণমাধ্যমের দেওয়া। কিন্তু মুস্তাফিজ জানালেন অন্য কথা।

এলেন, খেললেন আর জয় করলেন। আইপিএলের নিজের অভিষেক মৌসুমে মুস্তাফিজের পথচলা ঠিক এমনই। ১৭ উইকেট নিয়ে আসরসেরা উদীয়মান তারকার পুরস্কার জেতা এই পেসার দলকে চ্যাম্পিয়ন করতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার স্লোয়ার ও কাটারের জাদুতে ‘বধ’ করেন বাঘা বাঘা ব্যাটারদের। সেই থেকেই মুস্তাফিজকে নিয়ে বাড়তি উন্মাদনা দেখা যায় দর্শক মহলে।

কিন্তু কীভাবে ফিজ উপাধি পেলেন মুস্তাফিজ? এবার এক সাক্ষাৎকারে সেই বিষয়টিই খোলাসা করলেন এই বাঁহাতি পেসার। আজ রোববার (১৯ মে) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে নানা বিষয়ে কথা বলেন মুস্তাফিজ।

কেন টি-টোয়েন্টি ফরম্যাট এত বেশি পছন্দ তার? এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলা গৌরবের বিষয়। সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমি টি-টোয়েন্টিটা খুব বেশি পছন্দ করি। এই ফরম্যাটটা বেশ চাপের, আর এই কারণেই আমার এত ভালো লাগে। আইপিএল থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা হাসান, তাসকিন ও শরিফুলদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো।’

ফিজ উপাধি কিভাবে পেলেন? এই বিষয়ে মুস্তাফিজ বলেন, ‘আসল আমার নাম তো অনেক বড়, জাতীয় দলের প্র্যাকটিসের সময় যে বোর্ডে আমাদের নানা কর্মকান্ড লেখা হতো, সেখানে দেখতাম আমার নামের জায়গা হচ্ছে না। পরে একদিন দেখি ‘ফিজ’ লেখা। আমি কোচকে জিজ্ঞেস করলাম, এটা কে? উত্তরে বললেন, এটা তুমি। এরপর আমি যখন ২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলি। ওখানেও সবাই দেখি এই নামেই ডাকছে। এভাবেই আসলে এই নামের শুরু।’