জিতলেই সরাসরি আইপিএলের প্লে-অফ। হারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাচে। এমন ম্যাচে আজ শনিবার (১৮ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। দুদলের জন্যই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। বিশেষ করে, বেঙ্গালুরুর জন্য। কারণ আজ হারলেই বিদায়ের টিকিট কাটতে হবে বিরাট কোহলিদের। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।
আইপিএলের গ্রুপ পর্ব শেষের পথে। আইপিএলে জমে উঠেছে শেষ চারের লড়াই। তিনটি দল ইতোমধ্যে নিশ্চিত করেছে প্লে-অফ। এর মধ্যে কেবল কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে কোয়ালিফায়ারে খেলা। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফ নিশ্চিত। বাকি থাকা একটি স্থানের জন্য দৌড়ে আছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক স্থানে আছে চেন্নাই। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট দিয়ে ছয়ে আছে আরসিবি। দুদলের মাঝে পাঁচ নম্বর জায়গাটা দিল্লির। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট দলটির।
আরসিবি-সিএসকে ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল জিতলে প্লে-অফ নিশ্চিত চেন্নাইয়ের। তখন আর কোনো সমীকরণের জন্য অপেক্ষা করতে হবে না। বেঙ্গালুরু জিতলে দিল্লি ও চেন্নাইয়ের সঙ্গে তাদের পয়েন্ট সমান ১৪ হবে। সেক্ষেত্রে, রানরেটে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। এখানে, সুবিধাজনক অবস্থানে আছে চেন্নাই। রানরেট বেশি হওয়ায় হারলেও থাকবে শেষ চারের সম্ভাবনা।