চলতি আইপিএলে দারুন ছন্দে আছেন বিরাট কোহলি

চলতি আইপিএলে দারুন ছন্দে আছেন বিরাট কোহলি

 এখনও পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ রানের মালিক তিনি। এবারের অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি সবার ওপরে। গুঞ্জন আছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই হয়তো এই ফরম্যাটকে বিদায় বলবেন কোহলি। অবশেষে অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এই তারকা ক্রিকেটার।

আজ বৃহস্পতিবার (১৬ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে নিজের অবসর ভাবনা জানান কোহিল। প্রতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার তাড়না কোথায় পান, এমন প্রশ্নে কোহলির জবাব, ‘বিষয়টা সহজ। খেলোয়াড় হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না। সারা জীবন তো খেলে যেতে পারব না। তবে, এটা অনুশোচনায় ভোগার মতো কোনো বিষয়ও নয়।’

কোহলি আরও যোগ করেন, ‘যত দিন খেলব নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)।’

এবারের আইপিএলে ব্যাট হাতে ১৩ ইনিংস কোহলির রান ৬৬১। গড়ও অবকা করার মতো ৬৬.১০। তার স্ট্রাইক রেটও কম নয়। ১৫৫.১৬। অবশ্য এমন স্ট্রাইক রেটের পরও তাকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। এখন পর্যন্ত মোট ৩৩টি ছক্কা হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার।