বৃষ্টিতে বিদায় গুজরাটের, প্লে-অফে যেতে বাকিদের সমীকরণ

বৃষ্টিতে বিদায় গুজরাটের, প্লে-অফে যেতে বাকিদের সমীকরণ

আর মাত্র সাত ম্যাচের অপেক্ষা। এরপই শেষ হচ্ছে চলতি আইপিএলের লিগ পর্বের লড়াই। সবার আগে প্লে-অফ নিশ্চিত করে নির্ভার কলকাতা নাইট রাইডার্স। তবে, বাকি তিন জায়গার জন্য এখনও লড়াইয়ে ছয়টি দল। সবমিলিয়ে বেশ জমে উঠেছে প্লে-অফের দৌড়। কলকাতার বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় কপাল পুড়ল গুজরাটের। প্লে-অফের দৌড়ে থাকা দলটির বাদ পড়ায় এখন বাকিদের সমীকরণ কি?
 

গুজারাটের বিপক্ষে ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায় টেবিলে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়েছে কলকাতার। যার অর্থ, প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হলো তাদের। প্রথম কোয়ালিফায়ার জিতলেই ফাইনালে উঠবে কলকাতা। হারলেও অবশ্য সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার।

অন্যদিকে, এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না গুজরাটের। তবে বৃষ্টির বাধায় খেলা না হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে তারা। ১১ পয়েন্ট নিয়ে টেবিলে অষ্টম দলটি। যেখানে টেবিলে শীর্ষ চার দলই ন্যূনতম ১৪ পয়েন্ট করে পেয়েছে। সেখানে শেষ ম্যাচ জিতলেও ১৩ পয়েন্টের বেশি পাবে না তারা। এবার আগেভাগে বিদায় নিলেও গত আসরে ফাইনাল খেলেছিল দলটি।

এক নজরে দেখে নেওয়া যাক বাকি ৬ দলে সমীকরণ

রাজস্থান রয়্যালস : ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের। নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষ দুইয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে দলটির। রাজস্থানের পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করার সম্ভাবনা প্রায় ৩৭.৫ শতাংশ। বাকি দুই ম্যাচ হারলেও অন্য যেকোনো দলের চেয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকবে তারা।

 

চেন্নাই সুপার কিংস : শুরুটা ভালো করলেও মাঝে কিছু ম্যাচে হোঁচট খেয়ে বিপাকে পড়েছে ধোনির দল। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে  অবস্থান চেন্নাইয়ের। শেষ ম্যাচে কোহলির আরসিবির বিপক্ষে জিতলে পারলে প্লে-অফ অনেকটাই নিশ্চিত হবে সিএসকের। আর হারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাচে। নেট রানরেটেও অনেকটা এগিয়ে চেন্নাই। ধোনিদের প্রথম চারে শেষ করার সম্ভাবনা ৯১ শতাংশ।

সানরাইজার্স হায়দরাবাদ : আইপিএলের ২০১৬ আসরের চ্যাম্পিয়ন হায়দরাবাদ ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে। এখনও দুটি ম্যাচ বাকি থাকায় ভালো সম্ভাবনা রয়েছে তাদেরও। এক ম্যাচ কম খেলায় চেন্নাই থেকে প্লে-অফে খেলার সম্ভাবনা অবশ্য বেশি তাদের। শেষ দুই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনাও থাকছে দলটির। হায়দরাবাদের প্রথম চারে ওঠার সম্ভাবনা প্রায় ৯৭ শতাংশ। কলকাতা ও রাজস্থানের সঙ্গে তাদের একই পয়েন্টে শেষ করার সম্ভাবনা ৩ শতাংশ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : শুরুর দিকে টানা কয়েক ম্যাচে হারলেও শেষ পাঁচ ম্যাচ জিতে বড় চমক দিয়েছে আরসিবি। ১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান আরসিবির। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই কোহলিদের সামনে। সেই ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে।

দিল্লি ক্যাপিটালস : শেষ পাঁচ ম্যাচের দুটিতে হেরে পয়েন্ট টেবিলের ছয়ে দিল্লি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে আছে দলটি। আজ ঘরের মাঠে লখনৌর বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচে জয়ের পাশাপাশি নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে। দিল্লির প্লে-অফে ওঠার সম্ভাবনা ৩১.৩ শতাংশ।