এবার নিজের সাজা অন্যজনকে দিয়ে খাটানো যুবলীগ নেতা কারাগারে

এবার নিজের সাজা অন্যজনকে দিয়ে খাটানো যুবলীগ নেতা কারাগারে

নিজের সাজা অন্যজনকে দিয়ে খাটানোর ঘটনায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা নাজমুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৩ মে) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলাম এ আদেশ দেন।
 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিলন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন যুবলীগ নেতা নাজমুল হাসান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খোঁজ নিয়ে জানা যায়, ‘মাদক মামলায় যুবলীগ নেতার আয়নাবাজি’ শিরোনামে গত ফেব্রুয়ারি মাসে একটি দৈনিক প্রতিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এর আগে ওই মামলায় বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে নাজমুল হাসানের নামে ২০২৩ সালে হাইকোর্টে একটি আপিল করা হয়। হাইকোর্টের একটি বেঞ্চে আপিল শুনানি শেষে গত ১৫ ফেব্রুয়ারি রায়ের জন্য ছিল। গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদন সেদিন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করে আইনগত প্রতিকার প্রার্থনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। আদালত রায় ঘোষণা মুলতবি করেন।