আগামী ২৩ মে থেকে শুরু ঢাকা মোটর শো

আগামী ২৩  মে থেকে শুরু ঢাকা মোটর শো

আগামী ২৩ থেকে ২৫ মে তিন দিনব্যাপী রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ১৭তম ঢাকা মোটর শো ২০২৪। একই সাথে অনুষ্ঠিত হবে ৮ম ঢাকা বাইক শো ২০২৪, ৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪ এবং ৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪। অনুষ্ঠানগুলোর আয়োজন করছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস গ্লোবাল ইউএসএ)। 

এছাড়া সেমস-গ্লোবাল এবং বাংলাদেশ মোটর স্পোর্টসের সহ-আয়োজনে ২৩ মে প্রথমবারের মতো আয়োজন করা হবে মোটর বাইক প্রতিযোগিতা ১ম ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ ২০২৪। একই সাথে ২৫ মে অনুষ্ঠিত হবে ৪র্থ র‍্যালিক্রস চ্যাম্পিয়নশিপ ২০২৪। 

আজ সোমবার (১৩ মে) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে প্রদর্শনিগুলোর আয়োজন সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস এস সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস।

ঢাকা মোটর শো এবং সংশ্লিষ্ট প্রদর্শনীগুলোর মোটরপ্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে জানিয়ে মেহেরুন এন ইসলাম বলেন, বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশের মোটর, বাইক, যানবাহন এবং মোটর স্পোর্টস সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে প্রদর্শনীগুলোর সহায়ক ভূমিকা পালন করবে।

ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুসঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী মন্তব্যে করে মেহেরুন এন ইসলাম বলেন, যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তা ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। একই সময়ে অনুষ্ঠিতব্য 'ঢাকা মোটর শো', ‘ঢাকা বাইক শো', 'ঢাকা অটোপার্টস শো' এবং 'ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোতে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশ নিচ্ছে। প্রদর্শনীতে থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্রান্ডের গাড়ি ও বাইক। প্রদর্শনীতে বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে বৈদ্যুতিক যান (ইভি- ইলেকট্রিক ভেহিকল)।