আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

চলতি বছরে বিশ্বকাপ ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের সাথে ঘরের মাঠে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই তালিকায় যোগ হলো বাংলাদেশের নাম। বছরের শেষদিকে শান্তদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবীয়রা। সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।

আজ শনিবার (১১ মে) এক বিবৃতির মাধ্যমে এই সিরিজের সূচি ঘোষণা করে বিসিবি। সূচি অনুযায়ী তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। সিরজের শেষ দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ও ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ রাখা হয়েছে সেন্ট ভিনসেন্টে।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি-

প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা

প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস

দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস

তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস

প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট