এবারের আইপিএলকে রান বন্যার আইপিএল বললে ভুল হবে না। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে—যত বড় সংগ্রহই হোক, সেটি যে একদমই নিরাপদ নয়! দুইশ ছাড়ানো লক্ষ্য এখন মামুলি। আড়াইশ রানও সহজে ছুঁয়ে ফেলছে দলগুলো। এই যখন আইপিএলের ব্যাটিং চিত্র তখন পাশের দেশ বাংলাদেশ রান তুলতেই ভুগছে।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি হয়েছে চট্টগ্রামের মাটিতে। দেশের ভেন্যুগুলোর মধ্যে রান তোলার জন্য সাগরিকার উইকেটের জুড়ি নেই। অথচ, সিরিজের তিন ম্যাচের বাংলাদেশ পারেনি ব্যাটিংয়ে চমক দেখাতে। লক্ষ্যটা দেড়শর আশপাশে হলেও জিততে ভুগতে হয়েছে বাংলাদেশকে। এ ছাড়া টপ অর্ডারে বরাবরের মতোই ছিল হতাশার চিত্র।
তিন ম্যাচের সিরিজের প্রথম তিনটি জিতে বাংলাদেশ দল ফিরেছে ঢাকায়। আগামীকাল শুক্রবার মিরপুর শেরেবাংলায় গড়াবে চতুর্থটি। সিরিজের শেষ ম্যাচও হবে একই মাঠে।
ঢাকা পর্ব গড়ানোর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘুরেফিরে প্রশ্ন ব্যাটিং নিয়ে। কেউ কেউ তুলনা করলেন আইপিএলের সঙ্গেও। তখন প্রেস কনফারেন্স রুমে আসা তাসকিন আহমেদ ব্যাখ্যা দিলেন এভাবে, ‘দেখুন আইপিএলের কন্ডিশন আর এখানের কন্ডিশন একদমই আলাদা। প্রতিপক্ষও ভিন্ন। তা ছাড়া এখানে রান সব সময় কম হয়। কিন্তু আমরা ভালো খেলছি। নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এটা নিয়ে সন্দেহ নেই।’