রাজধানীর গুলশান, নতুন বাজার, বসুন্ধরা, বাড্ডা ও এর আশেপাশের কাস্টমারদের নিকট ইয়ামাহা মোটরসাইকেলকে আরও সহজলভ্য করতে গত শনিবার (৪ মে) মাদানী এভিনিউয়ের ১০০ ফিট রোডে রুবেল এক্সপ্রেস নামে আরও একটি নতুন শো রুমের উদ্বোধন করা হয়। সুবিশাল ও নান্দনিক এই শো রুমে ইয়ামাহার সকল মডেলের বাইক পাওয়া যাবে। মোটরসাইকেল প্রেমীদের কথা মাথায় রেখে শোরুমটিতে রাখা হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ক্রিকেটের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। নতুন এই শোরুমের স্বত্বাধিকারী জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন সহ জাতীয় ক্রিকেট দলের আরও অনেক খেলোয়াড় এবং এসিআই মটরস্ কর্মকর্তারা।
উল্লেখ্য, এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। ২০১৬ সালে বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা এসিআই মটরস এর সাথে নতুনভাবে যাত্রা শুরু করে।