শাহজাহানপুরে নাশকতার মামলায় ছাত্রদলনেতা আদিত্য কারাগারে

শাহজাহানপুরে নাশকতার মামলায় ছাত্রদলনেতা আদিত্য কারাগারে

রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার এক মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জামান চৌধুরী আদিত্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই আদেশ দেন।

এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আদিত্য। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নথি থেকে জানা গছে, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শাহজাহানপুর থানার নাশকতার মামলায় তাকে দুই বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। 

এজাহারে বলা হয়, পুলিশের কর্তব্য ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করা হয়।