মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার (৪ মে) রাতে উপজেলার কর্মদা ইউনিয়ন বাজার ও পীরের বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহতরা হলেন- ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ (টিউবওয়েল), চা শ্রমিক নেতা রাজ কুমার কালোয়ার রাজুসহ (চশমা) উভয় পক্ষের মোট ২০ জন কর্মী।
পুলিশ জানায়, শনিবার আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলার কর্মদা ইউনিয়ন বাজারে গণসংযোগ করে ফেরার পথে রাজ কুমার কালোয়ার রাজুর গাড়ি আটকে হামলা করে মইনুল ইসলাম সবুজের সমর্থকরা। এ ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী রবিরবাজার সড়কের পীরের বাজার নামক স্থানে মইনুল ইসলাম সবুজের ওপর হামলা করে রাজুর সমর্থকরা। পৃথক স্থানের এ সংঘর্ষে দুই প্রার্থীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহত রাজ কুমার কালোয়ার রাজু ও মইনুল ইসলাম সবুজকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মৌলভীবাজার ও কুলাউড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।