মৌলভীবাজারে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, প্রার্থীসহ আহত ২০

মৌলভীবাজারে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, প্রার্থীসহ আহত ২০

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার (৪ মে) রাতে উপজেলার কর্মদা ইউনিয়ন বাজার ও পীরের বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন- ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ (টিউবওয়েল), চা শ্রমিক নেতা রাজ কুমার কালোয়ার রাজুসহ (চশমা) উভয় পক্ষের মোট ২০ জন কর্মী।

পুলিশ জানায়, শনিবার আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলার কর্মদা ইউনিয়ন বাজারে গণসংযোগ করে ফেরার পথে রাজ কুমার কালোয়ার রাজুর গাড়ি আটকে হামলা করে মইনুল ইসলাম সবুজের সমর্থকরা। এ ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী রবিরবাজার সড়কের পীরের বাজার নামক স্থানে মইনুল ইসলাম সবুজের ওপর হামলা করে রাজুর সমর্থকরা। পৃথক স্থানের এ সংঘর্ষে দুই প্রার্থীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহত রাজ কুমার কালোয়ার রাজু ও মইনুল ইসলাম সবুজকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মৌলভীবাজার ও কুলাউড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।