ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সামান্য বৃষ্টি হলেও, কমেনি গরমের তীব্রতা। আবহাওয়া দফতর বলছে, এ তাপপ্রবাহ থাকবে আরও কয়েক দিন। চলমান তাপপ্রবাহের মধ্যে আজ শনিবার স্কুল, কলেজ ও মাদরাসা খুলছে। তবে ঢাকাসহ দেশের ২৫টি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আজ শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলা।
আর আগামীকাল রোববার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। প্রাথমিকে ক্লাসের সময় কমিয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হবে। শিখন ঘাটতি রোধে এখন থেকে শনিবারও মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম চলবে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, শৈতপ্রবাহ, এক্সট্রিম হিট ওয়েভ, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সিদ্ধান্ত নিতে স্থানীয়ভাবে বিশেষ কমিটি গঠনের লক্ষ্যে নীতিমালা করা হবে। বর্তমানে শনিবারে শিক্ষা কার্যক্রম স্থায়ী নয়। অনেক অভিভাবক এই তীব্র গরমের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিপক্ষে। তাদের শঙ্কা, বাচ্চারা স্কুলে গিয়ে গরমের মেধ্যে অসুস্থ হয়ে পড়তে পারে। আর শিক্ষকরা বলছেন, গরমে শিশুদের অস্থিরতা ধরা পড়ে ক্লাসরুমে। অনেক শিশু অসুস্থ বোধ করে।