শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোনালিসা বেগম, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল হক প্রমুখ।
সভায় পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলার ৫৫টি ভোটকেন্দ্রের সব প্রিজাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সবাইকে বলা হয়।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।