গতকাল সোমবার (২৯ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জেলার মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই রুবেল (৩৫) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) থান্ডার খায়রুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে হওয়ায় দোকানেই ঘুমাতেন মোশাররফ। সোমবার দিনগত রাত দেড়টার দিকে রুবেল তাকে ডাক দিয়ে চিপস-সিগারেট বাকি চান। সে বাকিতে দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রুবেল। পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসপি থান্ডার খায়রুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় রুবেল নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’