আজ শনিবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ এই আদেশ দেন।
এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম। শুনানি শেষে বিচারক দুদিন রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, আজ শনিবার সকালে রাজধানীর রামপুরা থানাধীন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই সময় তার কাছ থেকে এক কেজি আইস উদ্ধার করা হয়, যার বাজারমূল্য এক কোটি টাকা।
এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।