মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায়   মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছরের শিশু হুমাইরা আক্তারের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, সকাল সাড়ে ৯টার দিকে মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোর সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমের ধাক্কা লাগে। এতে হাবিবার কোলে থাকা এক বছরের শিশু হুমাইরা কোল থেকে ছিটিকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত হুমাইরাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশা দুটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা