মুন্সীগঞ্জে জাটকা বিক্রির অভিযোগে আড়ত থেকে ৬৪০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জে জাটকা বিক্রির অভিযোগে  আড়ত থেকে ৬৪০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জে জাটকা বিক্রির অভিযোগে বিভিন্ন মাছের আড়তে অভিযান চালিয়ে ৬৪০ কেজি জাটকা ও ১৪০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার রিকাবীবাজারের বিভিন্ন মাছের দোকান ও আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মাজাহারুল ইসলাম অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করে জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) সাজ্জাদ করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটকরা হলেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের মোহাম্মদ মাসুম ও একই গ্রামের মোহাম্মদ আলী। 

পরিদর্শক মাজাহারুল ইসলাম জানান, রিকাবীবাজারের মাছের আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা। আটকদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (৫ এর ১) আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

জব্দ করা জাটকাগুলো মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হবে। জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালিত হবে বলেও জানিয়েছেন নৌ-পুলিশের এ কর্মকর্তা।