মুন্সীগঞ্জে জাটকা বিক্রির অভিযোগে বিভিন্ন মাছের আড়তে অভিযান চালিয়ে ৬৪০ কেজি জাটকা ও ১৪০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার রিকাবীবাজারের বিভিন্ন মাছের দোকান ও আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মাজাহারুল ইসলাম অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করে জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) সাজ্জাদ করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটকরা হলেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের মোহাম্মদ মাসুম ও একই গ্রামের মোহাম্মদ আলী।
পরিদর্শক মাজাহারুল ইসলাম জানান, রিকাবীবাজারের মাছের আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা। আটকদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (৫ এর ১) আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জব্দ করা জাটকাগুলো মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হবে। জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালিত হবে বলেও জানিয়েছেন নৌ-পুলিশের এ কর্মকর্তা।