ওবায়দুল কাদের বলেছেন বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি ক্ষমতায় আসতে চায়

ওবায়দুল কাদের বলেছেন বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি ক্ষমতায় আসতে চায়

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি অতীতে ক্ষমতায় এসেছে। বর্তমানেও একই পন্থা অবলম্বন করে তারা ক্ষমতায় আসতে চায়। 

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে—বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দুরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়।’