হেফাজতের নেতা মামুনুলের জামিন পেলেও মুক্তি মিলছে না

হেফাজতের  নেতা মামুনুলের জামিন পেলেও মুক্তি মিলছে না

হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে তিন মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। তবে আরও দুই মামলায় জামিন না পাওয়াতে আপাতত মুক্তি মিলছে না তার।  

এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আজ মতিঝিল থানার মামলা ১৪(৫)১৩, পল্টন থানার মামলা ৮(৪)২১ ও পল্টন থানার মামলা ২৮(৪)২১ সহ তিন মামলায় মাওলানা মোহাম্মদ মামুনুল হককে জামিন দিয়েছেন আদালত। তবে চট্টগ্রাম ও ঢাকাতে আরও দুই মামলায় জামিন না পাওয়াতে এখনি তার মুক্তি মিলেছে না। 

আইনজীবী হিমেল আরও বলেন, এ মামলায় সহ আসামি শর্তে আদালতে জামিন চাওয়া হয়েছে। শুনানিতে বলা হয়েছে, আসামি দীর্ঘদিন ধরে কারাগারে আটক রয়েছে। এছাড়া এ মামলায় অনেক আসামি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছে। 

নথি থেকে জানা গেছে, মাওলানা মামুনুল হক গত ২০২১ সালের ২১ এপ্রিল গ্রেপ্তার হয়ে তিন বছরের বেশি সময় জেল হাজতে আটক আছেন।