আবার রিয়ালের বিপক্ষে পুনরায় ম্যাচ আয়োজনের দাবি বার্সেলোনার

আবার  রিয়ালের বিপক্ষে পুনরায় ম্যাচ আয়োজনের দাবি বার্সেলোনার

সান্তিয়াগো বার্নাব্যুতে দুইবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি বার্সেলোনা। বরং দুর্দান্ত নৈপুণ্যে দুইবারই ম্যাচে ফিরে শেষ মুহূর্তে গোল করে ৩-২ গোলে এল ক্লাসিকোর দ্বৈরথ জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। হার-জিত ছাপিয়ে আলোচনায় গোললাইন প্রযুক্তি। বার্সার দাবি খেলার মাঠে গোললাইন প্রযুক্তি না থাকায় অবিচারের শিকার হয়েছেন তারা

বিষয়টি এতদূর গড়িয়েছে যে, পুনরায় ম্যাচ আয়োজনের দাবি তুলেছে স্প্যানিশ ক্লাবটি। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার মতে লামিনের গোল নিয়ে ভিএআর প্রযুক্তি যদি ভুল প্রমাণিত হয়, তবে ম্যাচটি যেন পুনরায় আয়োজন করা হয়।

গতকাল সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে লাপোর্তা বলেন, ‘ম্যাচে বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলোর মধ্যে একটি ঘটনা ছিল বেশি গুরুত্বপূর্ণ এবং যা খেলার ফলাফল পরিবর্তন করে দিতে পারে। আমি লামিন ইয়ামালের গোলের কথা বলছি। একটি ক্লাব হিসাবে আমরা নিশ্চিত হতে চাই সেখানে কী ঘটেছিল। এই কারণেই আমরা ঘটনার ফুটেজ এবং অডিও সংগ্রহের জন্য অবিলম্বে অনুরোধ করব।’

লাপোর্তা আরও বলেন, ‘যদি এটি নিশ্চিত হয় যে, এটি সত্যিকার অর্থেই গোল ছিল তাহলে আমরা সামনে এগিয়ে যাব এবং ম্যাচটি পুনরায় আয়োজনের অনুরোধ করব। যেমনটি ভিএআর ত্রুটির কারণে ইউরোপের অন্য একটি খেলায় ঘটেছে।’