সেই নূরীর মায়ের জামিন স্থগিতই থাকবে

সেই নূরীর মায়ের জামিন স্থগিতই থাকবে

ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার চার বছরের ছোট্ট নূরজাহান নূরীর মা হাফসা আক্তার পুতুলের জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ৬ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ হাফসা আক্তারকে জামিন দিলেও ১০ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলামের আদালত তার জামিন স্থগিত করে দেন। পরে ৩১ মার্চ ঈদের আগে পুতুলের মুক্তি চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়।

গত ৩ এপ্রিল চেম্বার আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে তার জামিনে শুনানি হয়। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন আদালত। অবকাশকালীন ছুটি শেষে আজ হাফসা আক্তার পুতুলের জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি মায়ের মুক্তির জন্য মানববন্ধন করে বেশ আলোচনায় আসে নুরী। গত ৪ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে ছোট্ট নুরীর মা হাফসা আক্তার পুতুলের জামিন আবেদনের ওপর শুনানি হয়।