ভারতের নির্বাচনের পর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

ভারতের নির্বাচনের পর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

ভারতের নির্বাচনের পর দিল্লি সফর কবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এ কথা জানান। লোকসভা নির্বাচন শেষ হবে পহেলা জুন। 

এদিকে ৭-৮ এপ্রিল ঢাকা সফর করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর কোথায় হবে ভারত নাকি চীন, তা নিয়ে চলছে আলোচনা।  বুধবার (৩ এপ্রিল ২০২৪) চীনা রাষ্ট্রদূত আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পর গণভবন জানিয়েছে জুলাইয়ে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী।

ভারত ও চীন সফরের দিন তারিখ এখনো ঠিক হয়নি।