ওয়ানডে সিরিজ কেটেছে লজ্জা ও হতাশায়। অস্ট্রেলিয়ার নারীদের বিপক্ষে তিন ম্যাচের কোনোটিতেই ব্যাট হাতে শতরান পার করতে পারেনি বাংলাদেশ। সে হিসেবে প্রথম টি-টোয়েন্টিতে আজ রোববার (৩১ মার্চ) খারাপ খেলেননি জ্যোতি-ফাহিমারা। দলগতভাবে পার করেছে শতরান, অধিনায়ক পেয়েছেন অর্ধশতকের দেখা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ২০ ওভারে চার উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১২৬ রান।
শুরুটা হয়েছে একদম বাজে। প্রথম বলেই উইকেট বিলিয়ে আসেন ওপেনার দিলারা আক্তার। শূন্য রানে শিকার হন সোফি মলিনেক্সের। স্কোরবোর্ডে দুই রান উঠতেই দ্বিতীয় ব্যাটারকে হারায় বাংলাদেশ। জর্জিয়া ওয়েরহ্যাম লেগ বিফোর করেন সুবহানা মুস্তারিকে। রানের খাতা খুলতে পারেনিনি তিনিও।
তৃতীয় উইকেটে মুর্শিদা খাতুনকে নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫৭ রানের জুটি গড়েন। ২৭ বলে ২০ রান করে টাইলা ভ্লামিঙ্কের বলে বোল্ড হন মুর্শিদা। তিনি ফিরে গেলেও চতুর্থ উইকেটের ফাহিমা খাতুনকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন জ্যোতি। দুজনের ৬০ রানের জুটি বাংলাদেশকে এনে দেয় লড়াইয়ের পুঁজি। শেষ ওভারে সোফির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ফাহিমা। তার ব্যাট থেকে আসে ২১ বলে ২৭ রানের ইনিংস