স্ত্রীআয়মনা খাতুনকে খুনের অভিযোগে স্বামী আসকির মিয়াকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৭ মার্চ) সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামশ্রীতে এই ঘটনা ঘটে।
নিহত আয়মনা ও আসকির মিয়ার সংসার জীবনে রয়েছে ছয় সন্তান।
চুনারুঘাট থানা পুলিশ ও নিহত আয়মনার বড় ছেলে কামরুল মিয়া জানান, প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। আজ বিকেল ৩টায় স্বামী আসকির মিয়ার সঙ্গে স্ত্রী আয়মনার ঝগড়া হয়। একপর্যায়ে আসকির মিয়া আয়মনাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। এ সময় হত্যার অভিযোগে স্বামী আসকির মিয়াকে (৪০) আটক করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। স্বামী আসকির মিয়াকে আটক করা হয়েছে।