মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকাল ৬ টা ১০ মিনিটে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি জনাব এম ইনায়েতুর রহিম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।
পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে "স্মৃতি চিরঞ্জীব"-এ সকাল ৭ টা ৪৫ মিনিটে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।