সুপ্রিম কোর্টে আইনজীবীদের সহকারী (ক্লার্ক) ও অন্যান্য কর্মচারীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনের দক্ষিণ হলে আল কুরআন স্টাডি সেন্টারের আয়োজনে সুপ্রিম কোর্ট, আইনজীবী সমিতি ও আইনজীবী সহকারীদের মধ্যে এসব পোশাক বিতরণ করা হয়।
আল কুরআন স্টাডি সেন্টার চিফ কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফ উজ্জ জামানের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট, আইনজীবী সমিতি ও আইনজীবী সহকারীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনের) নব নির্বাচিত সম্পাদক সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট শাহ মো. মন্জুরুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নব নির্বাচিত অ্যাসিসটেন্ট সেক্রেটারি ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব, সাবেক অ্যাসিসটন্ট সেক্রেটারি
সাইফুর রহমান, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম খানসহ অন্যান্য আইনজীবী ও বারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন।