টপ অর্ডারকে দায়িত্ব নেওয়ার বার্তা অধিনায়কের

টপ অর্ডারকে দায়িত্ব নেওয়ার বার্তা অধিনায়কের

রঙিন পোশাকে দারুণ খেলেও সাদা পোশাকে কিছুই করতে পারেনি বাংলাদেশ। সিলেট টেস্টে লঙ্কানদের কাছে চারদিনেই হার মেনেছে বাংলাদেশ। তারচেয়ে বড় কথা, দুই ইনিংসে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ দল।

দ্বিতীয় ইনিংসে মমিনুল হক ছাড়া কেউই দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে করেছিল ৪১৮ রান, দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭০! ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আজ সোমবার (২৫ মার্চ) স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ফল পেতে হলে টপ অর্ডারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।

শান্ত বলেন, ‘চার ইনিংসেই দুই দলের টপ অর্ডাররা সেভাবে রান পায়নি। এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না। আমাদের ভুল ছিল অনেক। পরের ম্যাচের আগে সেসব ভুল শুধরে নিতে হবে। ফল পেতে হলে টপ অর্ডারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

নিজের আউট নিয়েও কথা বলেছেন শান্ত। কোনো অজুহাত ছাড়াই শান্ত বলেন, ‘শুরুর দিকের ব্যাটার হিসেবে ওভাবে খেলা ঠিক হয়নি। খুব বাজে একটা বলে আউট হয়েছি। ওটা ছেড়ে দেওয়া উচিত ছিল। আরও দায়িত্ব নিয়ে দেখেশুনে খেলা উচিত ছিল আমার।’