এযেন এক অচেনা বাংলাদেশ! রঙিন পোশাকে রানের ফোয়ারা ছুটিয়েছেন যে ব্যাটাররা তারাই কিনা সাদা পোশাকে বড্ড বিবর্ণ, অচেনা। সিলেট টেস্টের দৃশ্যপটটা তো ভিন্ন হতে পারত। তবে, শান্ত-লিটনদের হতশ্রী ব্যাটিংয়ে সেটা আর হয়ে ওঠেনি। বড় ব্যবধানে হারের অপেক্ষায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
আজ সোমবার (২৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৯ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মমিনুল হক ও শরিফুল ইসলাম। মমিনুল ৪৬ ও শরিফুল ৩ রানে অপরাজিত।
তৃতীয় দিনের হারের শঙ্কা নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটার মমিনুল হক ও তাইজুল ইসলাম। তবে, লঙ্কানদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল। দিনের তৃতীয় ওভারেই কাসুন রাজিথার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৫ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে।
তাইজুলের বিদায়ের পর দারুণ এক জুটি গড়েন মমিনুল ও মিরাজ। বেশ সাবলীল ব্যাটিং করেন এই দুই ব্যাটারা। তবে, খেই হারিয়ে ফেলেন মিরাজ। দলীয় ১১৭ রানের মাথায় রাজিথার বলে স্লিপে থাকা ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে ভাঙে এই দুইজনের ৬৬ রানের জুটি।
মিরাজের বিদায়ের পর শরিফুলকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন মমিনুল। লেজের সারির ব্যাটারদের নিয়ে কতক্ষণ এভাবে প্রতিরোধ গড়তে পারেন মমিনুল, সেটাই এখন দেখার পালা।